আর্কাইভ থেকে বাংলাদেশ

কুনিও হত্যায় জঙ্গি ইসহাকের খালাসের রায় স্থগিত

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় জেএমবির ইসাহাক আলীকে দেয়া হাইকোর্টের খালাসের রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত। 

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেয়। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

গেলো ২১ সেপ্টেস্বর হোশি কুনিও হত্যা মামলায়, জেএমবির ৪ জনকে দেয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট। তবে খালাস পায় ইছাহাক আলী।

এর আগে, ২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক হোশি কুনিওকে রংপুরের আলুটারি এলাকায় গুলি করে হত্যা করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র জঙ্গিরা। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়।

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন