কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস?
ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে কোথায় আছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
ইউনূসের এক মুখপাত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বলছে, ড. ইউনূস ছাত্রদের অনুরোধে সাড়া দিয়েছেন। তিনি বর্তমানে ফ্রান্সের রাজধানীতে অবস্থান করছেন। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন তিনি। সেখানে ছোটখাটো চিকিৎসা শেষ হলেই তাৎক্ষণিকভাবে দেশে ফিরে আসবেন ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এনএস/