ক্রিকেট

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা।  কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে যদি বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হয়, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখেছে আইসিসি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এই কথা। সংক্ষিপ্ত বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিকল্প ভেন্যুর ব্যাপারে কাজ শুরু করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনে সক্ষম হলেও কিছু প্রশ্ন থেকে যায়। অক্টোবরে শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হয় এবং ভারতের পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়ার ব্যাপারে জটিলতা তৈরি হতে পারে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন