আর্কাইভ থেকে বাংলাদেশ

২০৩৬ সালে অলিম্পিক গেমসের আয়োজক হতে চায় মিশর

২০৩৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করতে আবেদন করেছে আফ্রিকার দেশ মিশর।

গেলো শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জানায়, দেশটির যুব ও ক্রিড়া মন্ত্রী এক বিবৃতিতে এ কথা জানান । 

তিনি বলেন, যদি আমাদের আবেদন অনুমোদন দেয়া হয় তাহলে আরব দেশগুলোর মধ্যে আফ্রিকা এই প্রথম এ ধরনের কোনো কার্যক্রমের অংশীদার হবে। 

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতহা আল সিসি ইতোমধ্যে এ আবদেনে সবুজ সংকেত দিয়েছেন। এ আবেদনটি এমন এক সময়ে করা হচ্ছে যখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাক কায়রোতে ভ্রমণ করছেন।

বিবৃতিতে বলা হয়, আবদেনটি মন্ত্রিসভায় তোলা হয় এবং সেখানে বলা হয় এ ধরনের আয়োজন করতে মিশরের ক্রিড়া অবকাঠামো যথেষ্ঠ শক্তিশালী অবস্থানে রয়েছে। 

গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হবে। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০৩২ সালে এ আসরের আয়োজন করবে অস্ট্রেলিয়া। 

যদিও ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে তা নির্বাচন করতে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে শোনা যাচ্ছে বিশ্বের ক্রিড়াবিদদের সবচেয়ে বড় এ আসরের আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে- জার্মানি, মেক্সিকো, তুরস্ক, রাশিয়া, ভারত ও কাতার।

এ সম্পর্কিত আরও পড়ুন