আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভারতে বিস্ফোরণে ধসে পড়লো আতশবাজির কারখানা, নিহত ৯

ভারতের তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। চারজন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। খবর জি নিউজের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধংসস্তুপের ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কট্টুমন্নারকোইল শহরের এই আতশবাজি কারখানায় বিস্ফোরণের কারণ এখন জানায়নি স্থানীয় প্রশাসন।

জানা গেছে, চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে এই বাজি কারখানায় বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তিন কিমি দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

এদিকে প্রবল বিস্ফোরণের শব্দ শুনে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসে। আতশবাজি কারখানার মালিকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কারখানার লাইসেন্স ছিল। মৃতদের মধ্যে সবাই কারখানার শ্রমিক। অন্যদিকে কারখানায় দেশীয় বোমা বানানো হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, তামিলনাড়ুর সরকার ইতোমধ্যে সব প্রতিষ্ঠানে শতভাগ কর্মী নিয়ে কাজ শুরু করার অনুমতি দিয়েছে। ফলে এদিন আতশবাজি কারখানায় সব শ্রমিকই উপস্থিতি ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন