এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর শিক্ষার্থীদের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি।
এবিষয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই সেনাবহিনী দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এলক্ষ্যে সোমবার বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় সংসদ ভেঙ্গে দেন রাষ্ট্রপতি। এখন শুরু হয়েছে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া।
এর আগে, মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেখানে নাহিদ বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। নাহিদ আরও জানান, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
বৈষম্যবিরোধধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ‘তাঁরা সকালের(মঙ্গলবার) মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন। তিনি শিগগিরই ঢাকা ফিরবেন বলে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বিবিসিকে জানিয়েছেন।
এদিকে, সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইঊনূস বলেছেন, ‘শেখ হাসিনার পদত্যাগের পর দেশ শান্তির পথে এগোচ্ছে। কিন্তু এখন আনন্দ-উৎসব করতে গিয়ে যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পর পতনের পর এখন বাংলাদেশে দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এর প্রভাব দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে পড়তে পারে।
এমআর//