আন্তর্জাতিক

হামাসের নতুন উত্তরসূরি  হলেন সিনওয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাসের নতুন উত্তরসূরি হলেন সংগঠনটির গাজা শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। খবর বিবিসি।

মঙ্গলবার ( ৭ আগস্ট ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হামাস।

বিবৃতিতে বলা হয়, “ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক শাখার প্রধান হিসেবে কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিয়েছে, তিনিই শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। আল্লাহ তার প্রতি সদয় হোন।”

হামাসের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক একজন কূটনীতিবিদ বলেন, “এই নতুন নিয়োগের অর্থ—গাজা যুদ্ধের সমাধান হিসেবে ইসরায়েল সিনওয়ারকে মোকাবিলা করতে চায়। অন্যদিকে হামাস এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বার্তা দিলো যে, তারা এখনও কঠোর এবং আপসহীন অবস্থায় রয়েছে।”

গত ৩১ জুলাই তেহরানে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইরানে যান হানিয়া। সেখানে এক হামলায় নিহত হন হানিয়া। এই হামলার জন্য ইসরাইকে দায়ী করছে হিজবুল্লা ও হাসাস। সেইসাথে হানিয়া হত্যাকান্ডের কঠোর জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে। তবে এই হত্যাকান্ডের ব্যপারে কোন মন্তব্য করেনি ইসরাইল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে  যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতার ভিত্তিতে দু’পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি সংলাপ শুরু হয়েছে, এই কূটনীতিবিদ সেই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন