ক্রিকেট

আবু ধাবি লিগের দল থেকে নিষিদ্ধ হলেন ব্যাটিং কোচ ও দুই মালিক

আবু ধাবি টি-টোয়েন্টি লিগের দল পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি, দলের সহ-মালিক পরাগ সঙ্গাভি ও কৃশনান কুমার চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাদের নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

২০২১ সালের আবু ধাবি টি-টোয়েন্টি লিগে দুর্নীতির অভিযোগ ছিল। যেখান থেকে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার জাইদি’কে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে ৫ বছরের জন্য। পরাগ ও কৃশনান’কে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের অ্যান্টি-করাপশন কোডে উল্লেখিত নিয়মের পরিপন্থী কাজ করে নিষিদ্ধ হয়েছেন তারা।

জাইদি, পরাগ ও কৃশনান’কে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। সেই প্রেক্ষিতে তাদের নিষিদ্ধ করা হলো। যেখানে পরাগ ও কৃশনান সেপ্টেম্বরের ১৯, ২০২৪ থেকে আবারও ক্রিকেটে যুক্ত হতে পারবেন। অন্যদিকে জাইদি আবারও ক্রিকেটে আসতে পারবেন সেপ্টেম্বর ১৯, ২০২৭ সাল থেকে।

আরব আমিরাতের লিগে আইসিসি থেকে নিষিদ্ধ করার সেই তালিকায় ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন। তাকেও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি এপ্রিলের ৭ তারিখ, ২০২৫ সালে আবারও ক্রিকেটে যুক্ত হতে পারবেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন