জাতীয়

দেশে পৌঁছালেন ড. ইউনূস

দেশে পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) দুপুর ২টা ১০ মিনিটে  ঢাকায় পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৩ বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক আসিফ নজরুল। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত হয়েছেন  ড. ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে বুধবার (০৭ আগস্ট) ড. ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন।

গতকাল বুধবার (০৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।

সেনাপ্রধান বলেন, `ড. ইউনূস আগামীকাল দুপুরে দেশে এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তিন বাহিনীর প্রধান ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন ফোরাম ও নাগরিক সমাজসহ আমরা সবাই ওনাকে সাহায্য করব। আশা করি, তিনি সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে ওনার দায়িত্ব সমাপ্ত করতে সক্ষম হবেন।‘এদিকে দেশবাসীর উদ্দেশে দেয়া এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’ 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন