জাতীয়

উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত ২১টি গাড়ি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১টি গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। এর একটি বিএমডব্লিউ গাড়ি ৷ বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে গাড়িগুলো। । ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সচিবালয় থেকে গণমাধ্যমে জানান, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এই ২১টি গাড়ি আজ বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।

উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের চার দিন কার্যত সরকার নেই দেশে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রস্তাবে সম্মতি দেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন