ড. ইউনূসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই রাষ্ট্রীয় এ অতিথিশালাটি সাজানো-গোছানোর কাজ চলছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে এনেছে গণপূর্ত বিভাগ। এর আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও এ ভবনটিতে থেকেছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট করেছেন। ফলে এ দুই জায়গায় আপাতত অফিস বা বসবাস করার মতো অবস্থায় নেই।
এএম/