জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরআগে সকালে হেলিকপ্টারে করে তেজগাঁও থেকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যান তিনি।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। প্রধান উপদেষ্টা ও নতুন উপদেষ্টারা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন।

পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন।

এদিকে দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। পরে অন্য উপদেষ্টারাও শপথ নেন।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন