বাংলাদেশ

শেখ হাসিনার পতনে পাকিস্তান জড়িত থাকার দাবি নাকচ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর এমন দাবি নাকচ করেছে পাকিস্তান।  

শুক্রবার (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, পাকিস্তানকে দায়ী করার বিষয়টি ভারতের বিরক্তিকর চিন্তাভাবনার অংশ

মুমতাজ জোহরা আরও বলেন, পাকিস্তানকে নিয়ে ভারতের যে বিরক্তিকর চিন্তাভাবনা রয়েছে সেটিই এসবে উঠে আসছে। ভারতের নেতা ও মিডিয়া তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ব্যর্থতার দায় সবসময় পাকিস্তানের উপর চাপায়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক রয়েছে। এটি দিনে দিনে শুধু বেড়ে চলছে। পাকিস্তানের সরকার ও সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। আমরা আশা করি বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে।

গেলো সোমবার ছাত্র ও জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

এনএস/ 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন