বাংলাদেশ

ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রের মত বিদেশি শক্তিকে দায়ী করেছেন। 

শনিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলেন। বার্তাটি দেখতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

হাসিনা এমন সময় এ অভিযোগ আনল, যখন ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশিদের হাত থাকার’ সম্ভাবনার কথা বলছে।  

বার্তায় শেখ হাসিনা বলেন “আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম।”  

 তিনি আরও বলেন, “আমি পদত্যাগ করেছি, কারণ আমি লাশের মিছিল দেখতে চাইনি। তারা তোমাদের ( ছাত্র) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি এটা হতে দেয়নি। আমি যদি দেশে থাকতাম, তাহলে আরও অনেক জীবন হারিয়ে যেত, অনেক সম্পদ ধ্বংস হয়ে যেত।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যেন কোন ধরনের বিদেশি শক্তি ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন শেখ হাসিনা।এসময় তিনি দেশে ফিরে আসবেন বলে নেতা কর্মীদের জানান।   

আগামী সপ্তাহে ভারতে শেখ হাসিনা সংবাদমাধ্যমের সাথে কথা বলতে পারেন বলে দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

 সোমবার কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার জন্য বিক্ষোভে পদত্যাগ করেন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। অন্যদিকে বাংলাদেশে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।   

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন