জাতীয়

মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর কথা জানিয়েছিলেন মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে গেলো ১৭ জুলাই থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন