আজ থেকে অনলাইন ও অফলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু
আজ থেকে চলছে মালবাহী ট্রেন
আজ একসঙ্গে সারাদেশে অনলাইন এবং অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। তবে, সাময়িকভাবে দু'টি আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা যায়।
সোমবার ( ১২ আগস্ট ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল পাঁচটা থেকে অনলাইন ও অফলাইনে ১৫ থেকে ২২ আগস্টের আন্ত:নগর ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে। তবে সাময়িকভাবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে কোটা আন্দোলন ও দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষিতে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন রাতে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরো দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তারপর ১৩ দিন পর ১ আগস্ট আবার স্বল্প পরিসরে ঢাকা থেকে মাত্র ৪টি কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। সেগুলো ছিল দেওয়ানগঞ্জ কমিউটার, তুরাগ কমিউটার, তিতাস কমিউটার ও জামালপুর কমিউটার ট্রেন। তবে দুইদিন পর সেগুলোও বন্ধ হয়ে যায়।
এদিকে আজ থেকে চলাচল শুরু করেছে মালবাহী ট্রেন। মঙ্গলবার থেকে চলবে লোকাল ট্রেন ।
জেডএস/