আর্কাইভ থেকে বাংলাদেশ

শাকিরার বিচার শুরুর নির্দেশ

কলম্বিয়ান পপ তারকা শাকিরার কর ফাঁকির অভিযোগে বিচারের অনুমোদন দিয়েছে স্পেনের একটি আদালত। তার বিরুদ্ধে গেলো ৭ বছরে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। কর ফাঁকির জন্য দোষী প্রমাণিত হলে শাকিরার আট বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা চাইছেন প্রসিকিউটররা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জার্মানির সম্প্রচার সংস্থা ডয়চে ভেলের দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়্। 

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী শাকিরা বলছেন, তিনি কোনো অন্যায় করেননি। বিচার এড়াতে কর্তৃপক্ষের সাথে চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

তার পাবলিক রিলেশন ফার্ম বলছে, তিনি ইতোমধ্যে তার সমস্ত পাওনা এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো সুদ পরিশোধ করেছেন।

বার্সেলোনার কাছে এসপ্লুগেস ডি লব্রেগাত শহরের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন।

বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণে তার স্পেনে কর দেয়া ছিল।

উল্লেখ্য, শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ফুটবলার জেরার্ড পিকের সাথে সম্পর্কে জড়ানোর পর লম্বা একটা সময় তিনি স্পেনে কাটিয়েছেন। এই যুগলের দুটি সন্তান রয়েছে। শাকিরা ও পিকে কিছুদিন আগে তাদের ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন