বিএনপি

কোটা আন্দোলনে হত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে সংস্থাটিকে চিঠি দিয়েছে বিএনপি। সরকারের পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে চিঠিতে উল্ল্যেখ করে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে এই চিঠি তুলে দেন।

আমির খসরু বলেন, অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও  স্বচ্ছ তদন্তের মাধ্যমে সব ঘটনার উদঘাটন করার জন্য। তারা আজ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের কাছে একটা আবেদন নিয়ে এসেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ ও খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে এ হত্যাযজ্ঞ দেশে এবং বাইরে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কারও মধ্যে না আসে।

তিনি বলেন, জাতিসংঘের পাশপাশি তারা অন্তর্বর্তী সরকারকেও  অনুরোধ করেছেন এ বিষয়ে জাতিসংঘকে বলার জন্য। 

কোটা আন্দোলনকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে ঘৃণিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন