জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সব ধরনের ব্যক্তিগত ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ফিন্যান্সিয়াল)। এছাড়াও সংস্থা‌টি তা‌দের অ্যাকাউন্টের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থ পাচার নিরোধ-সংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ।

ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়,, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাদের সন্তান সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে। এছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো  চিঠিতে আসাদুজ্জামান খানসহ তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা আগামী ৩০ কার্যদিবস উল্লেখ্য এসব অ্যাকাউন্টে সকল ধরনের লেনদেন থেকে বঞ্চিত থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে জব্দ রাখার সময় আরও বর্ধিত করা হতে পারে।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন