খেলাধুলা

ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলো ইউনাইটেড

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়লো ব্রুনো ফার্নান্দেসের। এই পর্তুগিজ মিডফিল্ডারের সাথে এক বছর চুক্তি বৃদ্ধি করেছে ইউনাইটেড। আগামী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত ইউনাইটেডে থাকছে ফার্নান্দেস। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

২০২০ সালে স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডে যোগ দেন ফার্নান্দেস। লাল জার্সিতে নিজেকে একটি উচ্চতায় নিয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। ইউনাইটেডের ম্যাচে ফার্নান্দেসকে খুঁজতে দেখা যায় দর্শকদের। তিনি এখন এই ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। 

২০২২ সালে এসে ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডে সঙ্গে চুক্তি করেন ফার্নান্দেস। তবে সম্প্রতি সেই চুক্তি আরও এক বছর বৃদ্ধি করলো দুই পক্ষই। 

ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৪ ম্যাচ খেলেছেন ফার্নান্দেস। গোল করেছেন ৭৯ টি, অ্যাসিস্ট করেছেন ৬৭ টি। প্রিমিয়ার লিগ জেতার সৌভাগ্য এখনো হয়নি তার। এই তারকা ফুটবলার অবশ্য লিগ কাপ ও এফ এ কাপ জয় করেছেন। 

সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে ছিল ইউনাইটেড। শুক্রবার দিবাগত রাত ১ টায় ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ফার্নান্দেস ও তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন