জাতীয়

এবার ড. ইউনূসকে অভিনন্দন জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডসের ডিক স্কুফ।

গেলো বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক চিঠিতে এ অভিনন্দন বার্তা পাঠান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও তিনি সব ক্ষেত্রে সরকারের সফলতা কামনা করছেন। এসময় আইনের শাসন ফিরিয়ে আনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দপূর্ণ হবে।

তিনি বলেন, এ সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গেলো ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন