আন্তর্জাতিক

১৮ সেপ্টেম্বর ভারতের জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার। ছবি- দ্য হিন্দু।

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের জম্মু-কাশ্মির রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার ( ১৬ আগস্ট) রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।

রাজীব কুমার জানান, মোট তিন পর্বে হবে ভোট। আগামী ৪ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুসারে, জম্মু-কাশ্মিরের মোট ভোটারসংখ্যা ৯০ লাখ।     

ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু-কাশ্মির। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে এই রাজ্যটি নিজেদের বলে দাবি করে আসছে পাকিস্তান। রাজ্যটির এক তৃতীয়াংশ অঞ্চল দখলও করেছে পাকিস্তান। ওই অঞ্চলটি ‘আজাদ কাশ্মির’ নামে পরিচিত।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলোওয়ামায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানপন্থি জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়।  ওই বছরের আগস্টে ভারতের সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বাতিল করে  বিজেপি সরকার। পার্লামেন্টে এমপিদের কণ্ঠভোটে ধারাটি বাতিল হয়।

৩৭০ নম্বর ধারা যতদিন জারি ছিল, ততদিন বিশেষ সাংবিধানিক মর্যাদা ভোগ করেছে জম্মু-কাশ্মির। ধারাটি বাতিল হওয়ার পর সেই মর্যাদা হারিয়ে রাজ্যটি পরিণত হয়েছে বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চলে। ৩৭০ নম্বর ধারা বাতিলের পর এই প্রথম বিধান সভা নির্বাচন হচ্ছে সেখানে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন