জাতীয়

শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধংস্স হয়ে গেছে। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

 ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে প্রধান উপদেষ্টা আরো বলেন দুর্নীতির কারনে দেশের সব শেষ হয়ে গেছে। তবে সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাবাদ জানিয়ে কূটনীতিকদের ধৈর্য্য ধারনের আহবান জানান ড. ইউনূস। 

সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ছাত্র সংগঠন মিলে ছাত্রদের ওপর হামলা করেছে বলেও জানান প্রধান উপদেস্টা।  এসব হামলায় তরুনদের মৃত্যুর ঘটনা বর্ননা করতে গিয়ে আবেগ ও শোকে বিহবল হয়ে পড়েন তিনি। বলেন, ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন।

বিফ্রিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনেরর ৭৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন