দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ
দেশের বাজারে সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ । সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) স্বর্ণের এ নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এক সভায় সর্বসম্মতিক্রমে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে নতুন এ দাম কার্যকর হবে ।
সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৭৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গেলো ১৫ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিলো সংগঠনটি।
আই/এ