বিনোদন

‘অমীমাংসিত’ আসছে, আসতেই হবে: রায়হান রাফী

‘অমীমাংসিত’ পোস্টার ও নির্মাতা রায়হান রাফি ছবি: সংগৃহীত

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মানসম্মত সিনেমা উপহার দিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি। তবে শেখ হাসিনার সরকারের আমলে সেন্সর বোর্ডে যতগুলো সিনেমা আটকে গিয়েছিলো তার মধ্যে রায়হান রাফির ‘অমীমাংসিত’অন্যতম। এবার অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের ‘অমীমাংসিত’র  মুক্তি নিয়ে ভাবছেন রাফী।

রবিবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘অমীমাংসিত’র প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন রাফি।

পোস্টটি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা  লিখেছেন, ‘জনগণকে আর বোকা ভাবা যাবে না! অমীমাংসিত আসছে...আসতেই হবে। আইনগতভাবে আটকে রাখা হয়েছে, আমরা আইনগতভাবে সমাধান করব। আশা করছি, দ্রুত সবকিছু সমাধান হবে।’

তিনি আরও বলেন, ‘যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা ‘অমীমাংসিত’ দর্শকদের দেখাতে পারব না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব, ‘অমীমাংসিত’যেন ছেড়ে দেওয়া হয়।’

রাফী বলেন, ‘একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি ‘অমীমাংসিত। বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে। এখন গল্প যদি বাস্তবের সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এদিকে গুঞ্জন রয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘অমীমাংসিত’। 

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন