আন্তর্জাতিক

বাংলাদেশে আটকা ভারতীয় শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত

গত ৮ আগস্ট বাংলাদেশে কর্মরত ১৭ ভারতীয় শ্রমিককে ফেরতের সময় ছবি: সংগৃহীত

রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে দেশটির সরকার। ভারতের একাধিক রাজ্য থেকে আসা এসব শ্রমিক বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করছিল।  

এসব শ্রমিকদের ফেরাতে ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকার। খবর টাইমস অব ইন্ডিয়া। 

এ ব্যাপারে মঙ্গলবার (২০ আগস্ট) ওড়িশা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম রাজ্যটির মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা করেছেন। 

গণেশ রাম সিংখুনটিয়া জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশে কতজন আটকা পড়েছেন, তা সরকার নিশ্চিত নয়। যে কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় বাংলাদেশে যান।

শ্রমমন্ত্রী জানান, ‌‌আমরা একটি টোল ফ্রি নম্বর চালু করব এবং শ্রমিকদের সাথে যোগাযোগ স্থাপন কাজের জন্য কিছু কর্মকর্তাকে নিয়োগ করব। আমরা স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে বিজ্ঞাপন দেব; যেখানে সুবিধার জন্য টোল ফ্রি নম্বর, করণীয় এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে।

ভারতের অভিবাসনবিষয়ক গবেষক উমি ড্যানিয়েল। এর আগে শ্রীলঙ্কা সংকটের সময় দেশটি থেকে ভারতীয় আট শ্রমিককে উদ্ধারে সহায়তা করেছিলেন তিনি। 

উমি ড্যানিয়েল বলেন, শ্রমিকরা বিভিন্ন ধরনের প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে দেশের বাইরে যান। আর এই শ্রমিকদের বেশিরভাগই নির্মাণ, তেল অনুসন্ধান এবং ভারী শিল্প খাতে কাজ করেন। যদি তাদের বৈধ পাসপোর্ট থাকে, তাহলে সেটি তাদের সঙ্গে রাখা উচিত। অনেক সময় কোম্পানিগুলো শ্রমিকদের পাসপোর্ট জমা নেয়, যা পরবর্তীতে শ্রমিকদের ঝামেলায় ফেলে।

বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত এবং অন্যরা স্যানিটেশন, রঙ মিস্ত্রি ও রাজমিস্ত্রি হিসাবে কাজ করেন। 

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন