অর্থনীতি

দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দামে রেকর্ড

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বুধবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ২১৪ টাকা।

o5yBKU275Emd8eZOnULXwfKhD1qiqqwWB54HbO7q.jpgWhatsApp Image 2024-08-20 at 8.03.15 PM.jpeg 174.7 KBসবশেষ গত ১৮ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করেছিলো সংগঠনটি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন