তথ্য-প্রযুক্তি

বন্যার পানিতে অচল ১৫১০ টি মোবাইল টাওয়ার

টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির ঢলে আকস্মিক বন্যায়  ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল অপারেটর কোম্পানির অনেক টাওয়ার। পর্যাপ্ত সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার পরও বন্যার পানি জমে থাকার কারণে এরই মধ্যে ১১টি জেলায় পানিতে তলিয়ে অচল হয়ে গেছে ১৫১০ টি মোবাইল টাওয়ার।

বৃহস্পতিবার  (২২ আগস্ট) সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দেয়া তথ্যে বিষয়টি জানা যায়।

 মন্ত্রণালয় জানায়, সকাল ৮টা পর্যন্ত বন্যায় প্লাবিত ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি সাইটের (টাওয়ার) মধ্যে ৫ হাজার ৪৭৬টি সাইট সচল আছে। সে অনুযায়ী অচল টাওয়ারের হার ২১ দশমিক ৬ শতাংশ। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী এবং খাগড়াছড়ির জেলার মোবাইল টাওয়ার। এসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত টাওয়ারের যার শতকরা যথাক্রমে ৪২ দশমিক ৪ শতাংশ এবং ৪১ দশমিক ৫ শতাংশ। তবে অচল টাওয়ার গুলো দ্রুত সচল করার চেষ্টা চলছে।

এদিকে বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লাসহ অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন