খেলাধুলা

প্রথমবারের মতো লর্ডসে টেস্ট খেলবে নারী ক্রিকেটাররা

বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারীদের টেস্ট ম্যাচ। ২০২৬ সালে ভারত ও ইংল্যান্ডের মেয়েরা একটি টেস্ট খেলবে এই মাঠে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘোষণা দিয়েছে।

ভারত ও ইংল্যান্ড এর মেয়েরা গত বছর ডিসেম্বরে একটি টেস্ট খেলেছে। ভারতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩৪৭ রানে জয় পায় স্বাগতিক দল। এর আগেও লর্ডসে নারীদের ক্রিকেট ম্যাচ হয়েছে, তবে সেসব ছিল সাদা বলে। 

ইসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালে ভারতীয় নারীরা লর্ডসে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে যাচ্ছে। প্রথমবারের মতো নারীদের টেস্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম অব ক্রিকেটে। ইংল্যান্ডের মেয়েরা গত ৩ বছর ধরে সাদা বলের ক্রিকেট খেলে আসছে লর্ডসে। তবে এবারই প্রথমবারের মতো এই গ্রাউন্ডে মেয়েদের টেস্ট হতে যাচ্ছে।‘ 

২০২৬ সালে অনুষ্ঠিত হওয়া এই টেস্ট ম্যাচের আগেও ভারতীয় মেয়েরা ইংল্যান্ডে যাবে। ২০২৫ সালে একটি সাদা বলের সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ডের প্রমীলা দল। যেখানে থাকবে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন