দেশজুড়ে

ভয়াবহ বন্যায় চট্রগ্রামে প্রাণ গেলো ৫ জনের

ছবি: প্রতীকী ছবি

ভয়াবহ বন্যায় চট্টগ্রামে ১১ উপজেলার অন্তত ১০০ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে এ বন্যায় জেলার তিন উপজেলায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে চট্রগ্রাম জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

জেলা প্রশাসন জানায়, বন্যায় ফটিকছড়িতে তিনজন, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বানের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

 সহকারী কমিশনার ফাহমুন নবী জানান, বন্যায় এখনও আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫৫ মেট্রিক টন চাল এবং নগদ ১৯ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত মিরসরাই উপজেলায় ৫০টি এবং ফটিকছড়িতে ১০টি উদ্ধারকারী নৌযান কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন