দেশজুড়ে

গেলো দুই দিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫

গেলো দুই দিনে নোয়াখালীর বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীতে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। গত দুদিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের আরএমও জানান , গেলো শুক্রবার ৯ জনকে আর এর একদিন আগে বৃহস্পতিবার ২৬ জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন