পাকিস্তানে দুটি আলাদা বাস দুর্ঘটনায় ৩৪ জন নিহত
উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে দুটি আলাদা বাস দুর্ঘটনায় মোট ৩৪ জন নিহত হয়েছে। প্রথমটি দক্ষিণ-পশ্চিমের মাক্রান উপকূলীয় হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। দ্বিতীয় দুর্ঘটনাটি পাকিস্তান শাসিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম দুর্ঘটনাটিতে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন।
রাওয়ালপিন্ডি রেসকিউ কো-অর্ডিনেটর মুহম্মদ উসমান জানিয়েছেন, দ্বিতীয় দুর্ঘটনার বাসটিতে ছয় নারী ও এক শিশুসহ ২৫ জন যাত্রী ছিল, যার মধ্যে ২২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত মোট ২৯ জনের লাশ খুজে পাওয়া গেছে এবং উদ্ধারকর্মীরা সব লাশ উদ্ধার করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার জন্য নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এর আগে, বুধবার মধ্য ইরানে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে গিয়ে ২৮ জন নিহত ও ২৩ জন আহত হন।
জেডএস/