সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সোমবার (২৬ আগস্ট) বেলা ৩ টা ১৫ মিনিটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স স্টেডিয়াম মাঠে নামবে দুই দল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠার সুযোগ ছিল। বাংলাদেশ সেই সুযোগ হারিয়েছে নেপালের কাছে হেরে। সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল লাল-সবুজের দলের জন্য। শুধু প্রতিপক্ষ জানা ছিল না।
শেষমেশ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইলে ভারতকে হারানোর ব্যাপারে বেশ আশাবাদী মারুফুল হকের শিষ্যরা। কোচ মারুফুল জানান, ‘সেই (নেপালের বিপক্ষে) হারের পর খেলোয়াড়দের মধ্যে যে মনোযোগ দেখেছি, জয়ের জন্য ক্ষুধা দেখেছি, তা যদি মাঠের পারফরম্যান্সে অনূদিত করতে পারে ছেলেরা, আমি আশাবাদী ভারতকে হারিয়ে ফাইনালে খেলব।’
এর আগেও সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে ফাইনাল খেলেছে বাঙ্গালদেশ। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালের পর এবার চতুর্থ ফাইনালের সামনে দাঁড়িয়ে তারা। অবশ্য একটি ফাইনালও জেতা হয়নি। প্রথমবার নেপালের কাছে, পরের দুই ফাইনাল নেপালের বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশ দল।
এম এইচ//