নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
হারমানপ্রীতের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ স্কোয়াড
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই দলের অধিনায়ক হিসেবে থাকছেন হারমানপ্রীত কৌর, সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা।
গত জুলাইতে এশিয়া কাপে যে দল নিয়ে ভারত খেলেছে, সেই দলই প্রায় রয়েছে বিশ্বকাপে। বাদ পড়েছেন উমা ছেত্রী। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন স্বস্তিকা ভাটিয়া। অন্যদিকে শ্রেয়াঙ্কা পাতিল দলে ঢুকেছেন। যদিও ভাটিয়া ও পাতিলের খেলা তাদের চোট ও ফিটনেস ধরে রাখার ওপর নির্ভর করবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২০ আসরে ফাইনাল খেলে ভারত। ফাইনালে যদিও পরাজিত হয়েছিল দলটি। এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও, চলমান রাজনৈতিক বাস্তবতায় আয়োজক দেশ বদলে যায়। বিশ্বকাপের এই আসরটি বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
হারমানপ্রীতের দল গ্রুপ ‘এ’ তে অবস্থান করছে। যেখানে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, স্বস্তিকা ভাটিয়া, পুজা বস্ত্রাকার, অরুন্ধতি রেড্ডি, দায়ালান হেমলাথা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সঞ্জনা সঞ্জীবন।
এম এইচ//