খেলাধুলা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক হচ্ছেন জহির খান

ভারতের সাবেক ক্রিকেটার জহির খান ছবি: সংগৃহীত

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক হিসেবে যোগ দিতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৩ শেষ করে পরামর্শক হিসেবে লক্ষ্ণৌ এর দায়িত্ব ছাড়েন গৌতম গম্ভীর। তিনি ২০২৪ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের পরামর্শকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি ভারতের প্রধান কোচ হয়েছেন গম্ভীর। 

জহির খান ভারতের সাবেক পেসার। তিনি লক্ষ্ণৌতে বোলিং কোচের দায়িত্বও পালন করবেন কি না, তা এখনো জানা যায়নি। কারণ এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকা মরনে মরকেল গম্ভীরের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন। মরকেল এখন ভারতের বোলিং কোচ। 

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট পরিচালক ও গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জহির খান। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলেন।

এই ৩ দলের হয়ে মোট ১০০ টি ম্যাচ খেলেছেন জহির। যেখানে দশ মৌসুমে শিকার করেছেন ১০২ টি উইকেট। সবশেষে ২০১৭ সালে ডেয়ার ডেভিলসের হয়ে আইপিএল খেলেন এই পেসার। এরপর সব সংস্করণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। সহকারী হিসেবে আছেন ল্যান্স ক্লুজনার ও অ্যাডাম ভোজেস। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন