জাতীয়

কোটা আন্দোলনে নিহত: আ. লীগের তদন্ত কমিশন বাতিল

কোটা আন্দোলন ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকার তিন সদস্যবিশিষ্ট যে তদন্ত কমিশন গঠন করেছিল তা বাতিল করা হয়েছে। এ নিয়ে বুধবার (২৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এসআরও নম্বর ২৯৯-আইন/২০২৪। সরকার, Commissions of Inquiry Act, 1956 (Act No. VI of 1956) এর section 7 এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এসআরও নম্বর ২৮০-আইন/২০২৪ দ্বারা গঠিত ৩ (তিন) সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন এতদ্বারা বাতিল ঘোষণা করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

উল্লেখ্য, গেলো ১ আগস্ট তিন সদস্যের এ তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। আর সদস্য ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন