আন্তর্জাতিক

ক্যাপিটলে প্রথম প্রবেশ করা দাঙ্গাকারীকে কারাদণ্ড

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় জড়িত এক ব্যক্তিকে ৫৩ মাসের কারাদণ্ড ও দুই হাজার ডলার জরিমানা করেছেন দেশটির আদালত। 

৪৭ বছর বয়সী মাইকেল স্পার্কস  ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের মধ্যে প্রথম ভেতরে ঢুকেছিলেন।

কেন্টাকি অঙ্গরাজ্যের বাসিন্দা স্পার্কস একটি প্রতিষ্ঠানের সুপারভাইজার ছিলেন। 

এদিকে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ক্যাপিটলে দাঙ্গার অভিযোগে এক হাজার ৪৮৮ জনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের করা হয়েছে।

সেদিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে হামলা করে। 

এই হামলার জেরে পাঁচজন নিহত হয়েছিলেন। সহিংসতার সময় একজন পুলিশ অফিসারকে পিটিয়ে মারা হয়,  গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন দাঙ্গাকারী । এছাড়া তাণ্ডবের সময় তিনজন মারা যান।

এনএস/  

 

এ সম্পর্কিত আরও পড়ুন