আন্তর্জাতিক

গাজায় মানবিক যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল

ফাইল ছবি

গাজায় শিশুদের পোলিও টিকা প্রদান কর্মসূচির স্বার্থে তিন দিনের মানবিক বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে এই বিরতি শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজারিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার শিশুদের পোলিও টিকা প্রদান কর্মসূচির স্বার্থে ৩ দিন মোট ৯ ঘণ্টা করে বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। এই বিরতি শুরু হবে পহেলা সেপ্টেম্বর থেকে।

পোলিও থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে মোট ৪ ডোজ টিকা খাওয়ানো জরুরি। প্রথম ডোজ দিতে হয়ে এক থেকে ২ মাসের মধ্যে এবং শেষ ডোজটি দিতে হয় ৪ থেকে ৬ বছর বয়সে।

জাতিসংঘের তথ্য অনুসারে, এই মুহূর্তে গাজায় পোলিও টিকা প্রদানের জন্য উপযুক্ত শিশুদের সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজারের বেশি।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন