ইসরাইলে অস্ত্র সরবারহ অব্যাহত থাকবে: কমলা হ্যারিস
ইসরাইলে অস্ত্র সরবারহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সিএনএনে সম্প্রচার শুরু হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটিই কোনো সংবাদমাধ্যমকে দেওয়া তাঁদের প্রথম সাক্ষাৎকার।
বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ইসরাইলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই অবস্থান বদলাবে না।
কমলা আরও বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএস/