আন্তর্জাতিক

গাজার টানেল থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার

গাজা উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার ছবি: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার  একটি টানেল থেকে ৬ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা যেসব ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিলেন তাদের মধ্যে এই ছয়জনও ছিলেন।

রোববার (১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম  সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তাদের সেনারা গাজা উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করেছে। যেসব ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- কারমেল গ্যাট, ইডেন ইরুশালমি, হার্স গোল্ডবার্গ-পলিন, আলেকজান্ডার লোবানোভ, আলমগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি দানিনো। এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পলিন  ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর তাদের জিম্মি করা হয় এবং হামাস সদস্যরা গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে আইডিএফ ও আইএসএ।  হামাসের হাতে আটক অন্যান্য জিম্মিদের ফিরিয়ে আনতে আইডিএফ এবং ইসরাইলি নিরাপত্তা বাহিনী প্রচেষ্টা চালাচ্ছে বলে আইডিএফ’র বিবৃতিতে জানানো হয়। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন