আন্তর্জাতিক

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজার ৭১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।  

রোববার (১ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এসব প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ২৪৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৭৮২ জন রয়েছেন।

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন