অর্থনীতি

আগস্টে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকার বেশি

 সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে প্রায় ৩১ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

রোববার ( ১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার;যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। সে হিসেবে আগস্টে প্রবাসী আয় আগের মাসের চেয়ে ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বেশি এসেছে।  একইসঙ্গে জুলাইয়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

ব্যাংক ভিত্তিক রেমিট্যান্স আসার তথ্য অনুযায়ী,  রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে রেমিট্যান্সের এ সুবাতাসের প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর ওপর।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার গ্রোস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫ দশমিক ৬৫ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৬০ কোটি ডলার ( ২০ দশমিক ৬০ বিলিয়ন)।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন