আইন-বিচার

কুইক রেন্টাল আইনে দায়মুক্তি কেন অসাংবিধানিক হবে না : হাইকোর্ট

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (কুইক রেন্টাল) সংক্রান্ত আইনের দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অসাংবিধানিক হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ  এই  রুল জারি করেন

সুপ্রিম কোর্টের আইনজীবী  মো. তায়্যিব-উল-ইসলাম এ রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।

ড. শাহদীন মালিক , রুলে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া রিটে এ আইনের ৬(২) ধারাও চ্যালেঞ্জ করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১০ সালের ১২ অক্টোবর বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনপ্রণয়ন করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন