খেলাধুলা

চলে গেলেন হকির পরিচিত মুখ ফজলুল ইসলাম

ক্ষুদে হকি শিক্ষার্থীদের সঙ্গে ফজলুল ইসলাম ছবি: তানভীর আহাম্মেদ

দরদ দিয়ে হকি শেখাতেন ফজলুল ইসলাম। যিনি ফজলু ওস্তাদ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের হকি জগতের পরিচিত এই মুখ আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আকস্মিকভাবে মারা গেছেন।

পুরান ঢাকা বাংলাদেশের হকি খেলার বড় এক জায়গা। এখান থেকে বহু খেলোয়াড় উঠে এসেছেন, খেলেছেন জাতীয় দলে। এমন বহু খেলোয়াড়দের পেছনে শ্রম দিয়েছেন ফজলুল ইসলাম। খেলাটা ভালোবাসতেন বলেই শেখানোর আগ্রহ কখনো কমেনি তার।

দেশের শীর্ষ লীগে হকি খেলেছেন ফজলুল। খেলা ছেড়ে দেয়ার পর সেই খেলা নিয়েই কাজ করে গেছেন। পুরান ঢাকার আরমানিটোলা স্কুলের মাঠে হকি খেলা শেখাতেন তিনি। বাচ্চারা আগ্রহ নিয়ে তার সঙ্গে খেলা শিখতো।

এমনকি করোনাকালীন সময়ে নিজের বাড়ির ছাদেও হকির জন্য জায়গা বের করে মাঠ বানিয়েছেন তিনি। এতটাই ভালোবাসতেন হকিকে ফজলুল ইসলাম।

ফজলুল এর আগে ব্রেন স্ট্রোক করেছিলেন বলে জানা যায়। আজ হঠাৎ নিজ বাড়িতে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর মিটফোর্ড হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ষাটের বেশি হয়েছিল।

এম এইচ//

  

এ সম্পর্কিত আরও পড়ুন