খেলাধুলা

রাজস্থান রয়্যালসের কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়

ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসে প্রধান কোচ হিসেবে ফিরেছেন রাহুল দ্রাবিড়। আগামী ২০২৫ আইপিএল মৌসুম সামনে রেখে দ্রাবিড় ফিরলেন তার পুরোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাজয়ী ভারতের কোচ ছিলেন দ্রাবিড়।

রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের পুরোনো সম্পর্ক। রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনের সঙ্গেও বোঝাপোড়া খুব ভালো ভারতের এই সাবেক ক্রিকেটারের। আইপিএলের মেগা নিলামেও সামনে দেখা যাবে তাকে।

আইপিএল ২০১২ ও ২০১৩ মৌসুমে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪ ও ২০১৫ মৌসুমে দলটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালে বর্তমান দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতেও একই দায়িত্ব পালন করতে দেখা গেছে দ্রাবিড়কে।

দ্রাবিড় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রধান কোচের দায়িত্ব নেন ২০১৯ সালে। এরপর ভারতের প্রধান কোচ হিসেবে ২০২১ সাল থেকে ৩ বছরের চুক্তিতে যান এই কোচ। দ্রাবিড়ের অধীনে গত ১১ বছরের মধ্যে প্রথম আইসিসি ট্রফি জেতে ভারত।

২০০৮ সালের পর রাজস্থান আর কোনো আইপিএল ট্রফি জেতেনি। এরপর ২০২২ সালে রানারআপ হয়েছিল তারা।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন