গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮৬১
ইসরাইল কর্তৃক গাজায় হামলার বর্বরতা যেন কোন ভাবেই থামছে না। গেলো চব্বিশ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (০৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৪০ হাজার ৮৬১ জন নিহত এবং ৯৪ হাজার ৩৯৮ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলা চালানো হয়। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ। বন্দী করে গাজায় আনা হয় প্রায় আড়াইশ জন ইসরাইলি নাগরিককে। এ ঘটনার পরপরই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরাইল। এখনো হামলা সমানতালে অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে যুদ্ধবিরতির আলোচনাও।
জেডএস/