ইউক্রেনে জেলেনস্কি সরকারে বড় ধরণের রদবদল
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই বড় ধরণের রদবদলের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এবং এর আগের দিন পাঁচ মন্ত্রীর পদত্যাগের পর জেলেনস্কি এই ঘোষণা দেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যাতে কাঙ্খিত ফল অর্জন করতে পারে তার জন্য মন্ত্রিসভা ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায় আসছে দিনগুলোতে আরও অনেক মন্ত্রী পদত্যাগ করবেন। নিয়োগ পাবেন নতুন মন্ত্রী। আগামী শরৎকালের আগেই জেলেনস্কি তার সরকার ‘পুনর্গঠন’ শেষ করবেন বলে জানিয়েছেন জেলেনস্কির এক জ্যেষ্ঠ সহযোগী।
ইউক্রেনের প্রেসিডেন্টও বলেছেন, ‘এই শরৎ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, যাতে আমরা সবার জন্য কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারি।’
এমআর//