দেশজুড়ে

চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

টাঙ্গাইলের নাগরপুরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত ৩০ বছর বয়সি তালেব মিয়া নামে এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় আজমল হোসেন নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্পর) রাতে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন  নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন

জানা যায়, ধুবড়িয়া পূর্বপাড়া, কাতার মার্কেট মেসার্স রোকেয়া মেডিসিন শপের সামনে আসাদুল ও অভিযুক্ত তালেব মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তালেব মিয়া আসাদুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ সময় আসাদুলের চাচা আব্দুস সাত্তার বাধা দিলে তাকেও উপর্যুপুরি কুপিয়ে আহত করেন  তালেব মিয়া। ঘটনার পর আসাদুল এবং আব্দুস সাত্তারকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে এ দুজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত তালেবকে ঘটনাস্থলে একটি খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে।

 

পুলিশ জানায়, নিহতদের মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন