আমিরাতে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্ক চালু
সাধারণ ক্ষমার আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবৈধ থেকে বৈধ হওয়া যাবে। এছাড়া কোনো জরিমানা ছাড়া দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা। এসব কাজে বাংলাদেশিদের সুবিধার্থে হেল্প ডেস্ক খোলা হয়েছে।
বাংলাদেশের কনস্যুলেট জেনারেল আল আবিরে এই হেল্প ডেস্কটি চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বলেছে, আমিরাতের রেসিডেন্সি এবং পররাষ্ট্র বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের কনস্যুল জেনারেল বিএম জামাল হোসাইন। ওই সময় আল আবিরের ইমিগ্রেশন সেন্টারে গিয়ে বিভিন্ন সেবা পরিদর্শন করেন।
যেসব বাংলাদেশি সাধারণ ক্ষমার সুবিধা নিতে চান তাদের দ্রুত সময়ে কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন লেফটেনেন্ট মারি। এছাড়া সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ১ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হয় দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়টায় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।
এনএস/