শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জানা যায়, ২০ আগস্ট হাজারীবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি ওই মামলার ২৩ নম্বর আসামি। আজ জুম্মার পর তাকে আদালতে তোলার কথা রয়েছে।
শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি।
আই/এ